বোমা মেরে ধর্ম প্রতিষ্ঠা করা যায় না : এম এ মান্নান


প্রকাশিত: ০৩:০৩ পিএম, ১৭ অক্টোবর ২০১৫

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, চুরাগুপ্তা হামলা করে আওয়ামী লীগের ছোট-বড় নেতাদের হত্যা করা যাবে, কিন্তু মুজিব আদর্শকে হত্যা করা যাবে না।

তিনি বলেন, বোমা মেরে ও মানুষ হত্যা করে ধর্ম প্রতিষ্ঠা করা যায় না। সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হলে সবাইকে ধর্মীয় অনুশাষন মেনে চলতে হবে।

অর্থ প্রতিমন্ত্রী আরো বলেন, দুই বিদেশি হত্যার সঙ্গে জড়িতদের সন্ধান বের করে বিচারের মুখোমুখি করা হবে। কোনো ষড়যন্ত্রই এতে বাঁধা সৃষ্টি করতে পারবে না।

শনিবার দুপুরে সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজীস্থ একটি কমিউনিটি সেন্টারে ‘বিশ্বনাথ নিউজ ২৪ ডটকম’র প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে স্থানীয় এমপি ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেন, সমাজে সত্য ও শান্তি প্রতিষ্ঠায় সাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। বিশ্বনাথ প্রেসক্লাবের সাংবাদিকরা নিজেদের পেশার পাশাপাশি সমাজের আর্থ-সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন, যা সকলের কাছে প্রশংসনীয়।

বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও নিউজ পোর্টালের নির্বাহী সম্পাদক তজম্মুল আলী রাজুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৈনিক প্রথম আলোর বিশ্বনাথ প্রতিনিধি প্রনঞ্জয় বৈদ্য অপু, দৈনিক মানবকন্ঠ’র বিশ্বনাথ প্রতিনিধি মোহাম্মদ আলী শিপন, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক এ কে এম দুলাল, দৈনিক ইত্তেফাকের জগন্নাথপুর প্রতিনিধি আবদুল হাই। স্বাগত বক্তব্য রাখেন নিউজ পোর্টালের সম্পাদক এমদাদুর রহমান মিলাদ প্রমুখ।

ছামির মাহমুদ/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।