চট্টগ্রামে নিউমুরিং কন্টোইনার টার্মিনালের যাত্রা শুরু


প্রকাশিত: ০১:৩৬ পিএম, ১৭ অক্টোবর ২০১৫

অবশেষে উদ্বোধন হল বহুল প্রত্যাশিত নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি)। শনিবার  বিকেল সাড়ে ৪টায় এ টার্মিনালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান।

এনসিটি’র ২ নম্বর জেটিতে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ী নেতারা উপস্থিত আছেন।
এটি পরিচালনা করবে সাইফ পাওয়ার এবং মেয়র আ জ ম নাছিরের এম এইচ চৌধুরী লিমিটেড যৌথভাবে।

উদ্বোধন অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, স্থানীয় সংসদ সদস্য এমএ লতিফ, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল নিজাম উদ্দিন আহমেদ, টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাওয়া সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমীন উপস্থিত ছিলেন।

জানা গেছে, এনসিটি নির্মাণ শুরু হয় ২০০৪ সালের ফেব্রæয়ারিতে। ২০০৭ সালের ডিসেম্বরে কাজ শেষ হয়। এতে চট্টগ্রাম বন্দরের খরচ হয় ৪৬৮ কোটি ৯০ লাখ টাকা। পরে দুটি জেটির পেছনের কনটেইনার রাখার চত্বর তৈরিতে ব্যয় হয় প্রায় ৯৮ লাখ টাকা।জাহাজ থেকে কন্টেইনার ওঠানো-নামানোর সবচেয়ে বড় টার্মিনাল এনসিটি।  

জীবন মুছা/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।