অর্থনৈতিক খাতে দেশ পাকিস্তান ও ভারতের চেয়ে এগিয়ে


প্রকাশিত: ১০:৩৮ এএম, ১৭ অক্টোবর ২০১৫

বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে। দেশ এখন আন্তর্জাতিক বিশ্বে মর্যাদার আসনে অধিষ্ঠিত বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুটি আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন সেটা তারই প্রমাণ। একটি চ্যাম্পিয়ন অব দ্য আর্থ অপরটি আইসিসি সাসটেইনেবল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড। আমাদের এক্সপোর্ট ভাল, রেমিটেন্স ভাল, রিজার্ভ ভাল। আমরা দক্ষিণ এশিয়ার দেশেগুলোর মধ্যে সব কিছুতেই এখন এগিয়ে। অর্থনৈতিক ও সামাজিক সকল খাতে আমরা পাকিস্তান ও ভারত থেকে এগিয়ে।

শনিবার দুপুরে গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে দুই দিনব্যাপি বিজ্ঞান সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, যে মুহূর্তে দেশ এগিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে দুজন বিদেশিকে হত্যা করে আন্তর্জাতিক বিশ্বে আমাদের ছোট করার চেষ্টা করা হচ্ছে। এতে তারা সফল হবে না। সে দিন আর বেশি দূরে নয় খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে কারা কি কারণ দুই বিদেশিকে হত্যা করেছিল।

যারা ২০১৩ সালে আন্দোলন করে ৫ জানুয়ারির নির্বাচনকে ঠেকাতে পারেনি ব্যর্থ হয়েছে। দুই একটি বিদেশিকে হত্যা করা হলে আন্তর্জাতিক বিশ্বে খবর হবে। কিন্তু যখন প্রকৃত রহস্য বের হয়ে আসবে তখন এখানেও তারা ব্যর্থ হবে।

যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা প্রদান সংক্রান্ত বিষয়ে মন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ১৬টি শর্ত দিয়েছিল। প্রকৃতপক্ষে কোন দেশ অন্য দেশকে শর্ত দিতে পারেনা। যাই হোক আমরা গ্রহণ করেছি। ১৬টি শর্তই আমরা পূরণ করেছি। এখন তারাও বলে শর্ত পূরণ হয়েছে। কিন্তু আরো কিছু করতে হবে। শর্তের বাইরে যদি তারা কিছু করতে বলে বাংলাদেশ সেটা কখনো করবে না। জিএসপি পাই আমরা সামান্য। ২৩ মিলিয়ন ডলারের সুবিধা পাই আমরা। কিন্তু রফতানি করি ৫ দশমিক ৭ বিলিয়ন ডলার। যেখানে প্রায় ৬ বিলিয়নের মতো রফতানি সেখানে ২৩ মিলিয়নের জিএসপি এটা গুরুত্বপূর্ণ নয়। তবে এটি ইমেজের সমস্যা।

`জাতীয় উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তি` এ প্রতিপাদ্যে আয়োজিত বিজ্ঞান মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর এবং বাংলাদেশ বিজ্ঞান উন্নয়ন সমিতির সভাপতি প্রফেসর ড. শহীদ আখতার হোসেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ বিজ্ঞান উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক ড. মো. শহীদুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এবং সম্মেলন আয়োজক কমিটির সভাপতি প্রফেসর ড. মো. ইসমাইল হোসেন মিঞা ও সম্মেলন আয়োজক কমিটির সদস্য সচিব প্রফেসর ড. এম কামরুজ্জামান প্রমুখ।

আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।