মাদকের আস্তানা ভেঙে দিলো জনতা
ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে বেশ কয়েকটি মাদকের আস্তানা ভেঙে দিয়েছে পুলিশ ও জনতা। শনিবার দুপুরে শহরের শিমরাইলকান্দি আব্দুল্লাহ হুজুরের মাজার মাঠে স্থানীয় কমিউনিটি পুলিশ আয়োজিত মাদক বিরোধী সভা শেষে পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নেতৃত্বে এক যোগে এসব মাদকের আস্তানা ভেঙে দেয়া হয়।
মাদকের আস্তানা থেকে মাদক সম্রাট জহিরকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। মাদকের আস্তানায় অভিযানকালে অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ, সদর মডেল থানা পুলিশের সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাসসহ সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।
পরে অভিযান শেষে পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান সাংবাদিকদের জানান, মাদকের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় যুদ্ধ ঘোষণা করা হয়েছে। আজ শিমরাইলকান্দি থেকে সরাসরি পুলিশ ও জনতা মাদকের আস্তানায় হানা দিয়ে অভিযান শুরু করেছে। পরবর্তীতে প্রতিটি পাড়া-মহল্লায় এ অভিযান চলবে।
আজিজুল আলম সঞ্চয়/এআরএ/পিআর