মুন্সিগঞ্জে ৭ স্বর্ণের দোকানে ডাকাতি, আহত ১


প্রকাশিত: ০৯:১২ এএম, ১৭ অক্টোবর ২০১৫

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় বাজারের ৭টি স্বর্ণের দোকানে ডাকাতরি ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বর্ণকার শ্যামল পাল নামে একজন আহত হয়েছেন। শুক্রবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

টঙ্গীবাড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, স্বর্ণের এই দোকানগুলো শো-রুম নয়, মানুষের অর্ডার নিয়ে গহনা তৈরি করে। এর মধ্যে চারটি দোকানে স্বর্ণ ছিল। বাকী ৩টিতে তেমন কিছু ছিল না। তবে কি পরিমাণ সোনা-রূপা বা টাকা লুট হয়েছে তা তাৎক্ষণিক নিরুপণ করা যায় নি। ধারণা করা হচ্ছে পদ্মা তীরের বিশাল এই বাজারটিতে ডাকাতি শেষে ওপারের শরীয়তপুর-মাদারীপুরের দিকে পালিয়ে গেছে ডাকাতরা। ডাকাতদের গ্রেফতারে বিশেষ অভিযান শুরুর প্রক্রিয়া চলছে।

প্রত্যক্ষদর্শী স্বর্ণের দোকান মালিক সুধীর মাঝি জানান, দোকানে তিনি ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক পৌনে ২টার দিকে দরজা ভেঙে ডাকাতদল ভেতরে ঢুকে সিন্দুকের চাবির জন্য অস্ত্র তাক করে। পরে চাবি নিয়ে সিন্দুক খুলে স্বর্ণ ও নগদ টাকাসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করে নেয়। পরে পাশের দোকানে হানা দেয়।

তিনি জানান, ডাকাতরা কয়েক ভাগে বিভক্ত হয়ে দোকানগুলোতে হানা দেয়। বাজারে ১০ জন নৈশ প্রহরী রয়েছে। ডাকাতরা তাদের মারধর করে অস্ত্রের মুখে রশি দিয়ে বেঁধে ফেলে রাখে।

সুধীর মাঝি ছাড়াও ডাকাতি হয়েছে লিটন ঘোষ, শঙ্কর সরকার, বিষু পাল, ফিরূপ চিত্তনিয়া, মিলন দাস ও লক্ষন দাসের স্বর্ণের দোকানে। তবে বাজারের অন্য কোনো দোকানে যায় নি ডাকাতরা।

শেখ সাইদুর রহমান টুটুল/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।