রামগড়ে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৯:৫৬ এএম, ০২ মে ২০২০

বাংলাদেশ-ভারতের খাগড়াছড়ির রামগড় আন্তর্জাতিক সীমান্তের ফেনী নদী দিয়ে আবারও এক মানসিক ভারসাম্যহীনকে অবৈধভাবে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি ও স্থানীয় জনতা। শুক্রবার (১ মে) বিকেলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে ভারত-বাংলাদেশের রামগড় সীমান্তের থানা ঘাট এলাকার ফেনী নদী দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের সাব্রুম থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করে। রামগড়ের স্থানীয় জনগণ বিষয়টি দেখে বিজিবি ক্যাম্পে খবর দিলে বিজিবি জওয়ানরা নদীর পাড়ে অবস্থান নিয়ে পুশইন চেষ্টা ব্যর্থ করে দেন।

ramgarh02.jpg

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তারিকুল হাকিম জানান, বিজিবির প্রতিরোধের মুখে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বিএসএফ ফেরত নেয়। তবে দুই পাড়ে উত্তেজনা বিরাজ করায় রামগড়ের মহামুনী এলাকায় নির্মাণাধীন ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু-১ এলাকায় বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। শুক্রবার রাত পৌনে ৯টা থেকে সোয়া ৯টা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবি গুইমারা সেক্টরের কমান্ডার কর্নেল জি এইচ এম সেলিম হাসান। বৈঠকে মানসিক ভারসাম্যহীন ওই নাগরিককে ভারতে রেখেই তার পরিচয় শনাক্তের কার্যক্রম চালানোর সিদ্ধান্ত হয়।

প্রসঙ্গত, এর আগে গত ২ এপ্রিল ভারত- বাংলাদেশ সীমান্তের একই এলাকা দিয়ে মানসিক ভারসাম্যহীন এক নারীকে অবৈধভাবে পুশইন করে বিএসএফ।

মুজিবুর রহমান ভুইয়া/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।