ফেনীতে জ্বর-সর্দি-কাশিতে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৪:১৬ পিএম, ৩০ এপ্রিল ২০২০

ফেনীতে জ্বর, সর্দি-কাশিতে এক যুবকের (৩৭) মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃতের স্বজনরা জানায়, তিন বছর আগে ডায়াবেটিসে আক্রান্ত হয়ে ওই যুবক দেশে ফেরেন। এরপর থেকে তিনি ফেনী শহরের নাজির রোডের একটি বাসা ভাড়া করে পরিবার নিয়ে থাকতেন। কিছুদিন ধরে তার ডায়াবেটিস ও শ্বাসকষ্ট বেড়ে যায়। একই সঙ্গে জ্বর, সর্দি-কাশি দেখা দেয়।

বুধবার বিকেলে অবস্থা বেগতিক দেখে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তিনি মারা যান।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ইকবাল হোসেন বলেন, মারা যাওয়া ওই ব্যক্তি শ্বাসকষ্ট ও ডায়াবেটিসের রোগী ছিলেন। তারপরও তিনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে করোনায় আক্রান্ত কি-না তা জানতে নমুনা সংগ্রহ করেছি।

সোনাগাজীর মঙ্গলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদল বলেন, মারা যাওয়া ওই ব্যক্তি ইউনিয়নের সমপুর গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার ভোরে তাকে বিশেষ ব্যবস্থায় দাফন করা হয়েছে।

রাশেদুল হাসান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।