ভাঙনে বিলীন হতে বসেছে মসজিদ


প্রকাশিত: ০৪:৩৪ এএম, ১৭ অক্টোবর ২০১৫

মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের লক্ষ্মীপুর বাজার মাধ্যমিক বিদ্যালয় জামে মসজিদটি নদীগর্ভে বিলীন হতে বসেছে। ঝুঁকিপূর্ণ মসজিদটি রক্ষার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এলাকাবাসী জানায়, ১৯৮৭ সালে প্রায় ১৩ লাখ টাকা ব্যয়ে মসজিদটি নির্মাণ করে গ্রামবাসী। প্রতিদিন লক্ষ্মীপুরসহ আশপাশের প্রায় দেড় শতাধিক মুসল্লী এ মসজিদে নামাজ আদায় করে থাকেন। মসজিদটি ফটকী নদীর তীরে অবস্থিত হওয়ায় প্রতি বছর নদী ভাঙনের শিকার হয়।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মুরাদ আলী ভূঁইয়া জাগো নিউজকে বলেন, বর্তমানে মসজিদকে রক্ষা করতে হলে ভাঙন এলাকায় মজবুত বেষ্টনি অথবা পাড় নির্মাণ করতে হবে। অন্যথায় অচিরেই নদী গর্ভে বিলীন হয়ে যাবে মসজিদটি। এলাকাবাসী মসজিদটি রক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন।

আরাফাত হোসেন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।