নওগাঁয় ভিজিএফের ছয় বস্তা চালসহ আটক ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ২৯ এপ্রিল ২০২০

 

নওগাঁর ধামইরহাট উপজেলায় ভিজিএফের ছয় বস্তা চালসহ ওমর ফারুক (৩৬) নামে একজনকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় বুধবার বিকেল ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালতে তাকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। ওমর ফারুক উপজেলার উমার ইউনিয়নের বিহারীনগর গ্রামের মিজানুর রহমানের ছেলে।

ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন মিয়া বলেন, ওমর ফারুক একজন মৎস্যচাষি। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানে তার বাড়ি থেকে সরকারি ছয় বস্তা চাল উদ্ধার এবং তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে সাত দিনের কারাদণ্ড দেন।

এ সময় ধামইরহাট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রেজয়ানুল হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতাউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইস্রাফিল হোসেন ও ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান উপস্থিত ছিলেন।

আব্বাস আলী/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।