শাক-সবজি কিনে করোনা আক্রান্তদের ঘরে পৌঁছে দিচ্ছে প্রশাসন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ১০:১০ পিএম, ২৮ এপ্রিল ২০২০

দিনাজপুরে করোনাভাইরাসে আক্রান্তদের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের পক্ষে দিনাজপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেন।

সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় দিনাজপুর সদর উপজেলায় ছয়জন করোনায় আক্রান্তের পরিবারকে এসব খাদ্যসামগ্রী দেয়া হয়েছে। এছাড়া করোনায় আক্রান্তদের পরিবারের প্রতিদিন খোঁজখবর নিচ্ছেন জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম। তাদের সকল ধরনের সমস্যার সমাধান করে দেব আমরা। দিনাজপুরের আক্রান্ত সবাই সুস্থ রয়েছেন। তারা খুব দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।

তিনি বলেন, খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে, চাল-ডাল, মিষ্টি কুমড়া, লবণ, কলা, সাবান, ডিম, পেয়ারা, লাউ শাক, করলা, ঝিঙা, ঢেঁড়স, পটল, টমেটো, বরবটি ও নুডলস।

এমদাদুল হক মিলন/এএম /পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।