ছেঁউড়িয়ায় শুরু হলো লালন স্মরণোৎসব


প্রকাশিত: ০৩:২৩ পিএম, ১৬ অক্টোবর ২০১৫

অনুরাগ নইলে কি সাধন হয়, এমন অমিয় বাণী নিয়ে শুক্রবার রাতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে পাঁচদিন ব্যাপী বাউল সম্রাট লালন শাহের ১২৫তম তিরোধান দিবস।  

এ উপলক্ষ্যে কুষ্টিয়া কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া আঁখড়াবাড়ী লালন মাজারকে সাজানো হয়েছে নানান সাজে। প্রধান ফাটক আর মূল মাজারকে রং করা হয়েছে। রাতে সাদা, লাল, নীল আলোক সজ্জা, বিশাল তোরণ, মাজারের বাইরে বিস্তৃণ কালী নদীর ভরাটকৃত জায়গায় স্থাপিত লালন মঞ্চের সামনে বিশাল ছামিয়ানা টাঙানো হয়েছে। আলোচনা মঞ্চের চারপাশ লালন মাজারের প্রধান রাস্তা জুড়ে বসেছে গ্রামীণ মেলা। ইতোমধ্যেই মূল মাজারে ফকির-বাউলরা আসন পেতে বসেছে।

শুক্রবার রাতে পাঁচদিন ব্যাপী লালন মেলা ও আলোচনা সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের এমপি মাহবুব-উল আলম হানিফ।

উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার সাহেলা আক্তার, স্বাগত বক্তব্য রাখেন লালন একাডেমীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম হক। লালন একাডেমীর সভাপতি ও কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, কুমারখালী উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান, কুমারখালী পৌর মেয়র সামছুজ্জামান অরুন প্রমুখ।

lalon

অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. সরোয়ার মুর্শেদ রতন। পাঁচদিন ব্যাপী এই উৎসবকে সার্থক করতে লালন একাডেমী তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন একাডেমীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম হক।

কোনো দাওয়াত পত্র দিয়ে নয়, শুধু আত্মশুদ্ধি আর মিলন মেলায় শরীক হতে দেশ-দেশান্তর থেকে ইতোমধ্যেই বাউল-ফকিরদের আনাগোনায় ভরে উঠেছে লালন মাজার। তবে এবার সাধু সঙ্গ চলাকালীন কোনো অ-বাউল-দর্শনার্থীদের ভেতরে প্রবেশ করতে দেয়া হবে না বলে জানালেন কর্তৃপক্ষ। সিসি ক্যামেরার মাধ্যমে পুরো অনুষ্ঠানটি নিয়ন্ত্রণকরাসহ সকল নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা জানিয়েছেন আইনশৃংখলা কমিটির প্রধান কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক।

এই উৎসবে প্রায় কয়েক শত বাউল ফকির আর কয়েক হাজার দর্শনার্থীর ভিড়ে মুখরিত হয়ে উঠে। এই আয়োজনকে সার্থক করতে নিরাপত্তাসহ বিশেষ করে বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন লালন একাডেমীর সভাপতি ও কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন।

আল-মামুন সাগর/ এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।