৩০০ টাকার জিরা ৪২০ টাকা বিক্রি করায় ৫০ হাজার জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৪:১৩ পিএম, ২৮ এপ্রিল ২০২০

রাজবাড়ীতে প্রতি কেজি জিরা পাইকারি দামের চেয়ে বেশি দামে বিক্রি করায় তিন ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে রাজবাড়ীর বড় বাজারে অভিযান চালিয়ে ওই তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরে শহরের বড় বাজারে অভিযান চালানো হয়। এ সময় ৩১৩ টাকা কেজির পাইকারি জিরা ৪২০ টাকা বিক্রি করায় তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। শহরের বড় বাজারের মেসার্স সাগর ট্রেডার্সকে ৪০ হাজার, মেসার্স লোকনাথ ভান্ডারকে পাঁচ হাজার ও মেসার্স সুরেন্দ্র নাথ সাহা ভান্ডারকে পাঁচ হাজারসহ মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, অভিযানে সহযোগিতা করেছেন সিভিল সার্জন অফিসের স্যানিটারি পরিদর্শক ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামাণিকসহ জেলা পুলিশের সদস্যরা। এ অভিযান অব্যাহত থাকবে।

রুবেলুর রহমান/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।