সুনামগঞ্জে আক্রান্ত কিশোরীর বাবা-ভাইও করোনা পজিটিভি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৩:৪২ পিএম, ২৮ এপ্রিল ২০২০

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় প্রথম করোনা আক্রান্ত কিশোরীর (২০) বাবা (৫৫) ও চাচাতো ভাইও (১৬) এবার করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত দুজনেরই বাড়ি উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের টাইলা গ্রামে।

জানা যায়, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ওই কিশোরীকে আইসোলেশনে নেয়া হলে তার পরিবারের ১০ জন সদস্যের নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষায়িত ল্যাবে পাঠানো হয়। সোমবার রাতে কিশোরীর বাবা ও চাচাতো ভাইয়ের রিপোর্ট করোনা পজিটিভ আসে।

এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন বলেন, করোনা আক্রান্ত ওই কিশোরীর বাবা ও চাচাতো ভাইয়ের রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। আমরা নতুন আক্রান্তদের সুনামগঞ্জ সদর হাসপাতালে আইসোলেশনে পাঠিয়েছি। আক্রান্ত কিশোরীও আইসোলেশনে ভর্তি রয়েছেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার পশ্চিম বীরগাঁওয়ের টাইলা গ্রামে ২০ বছরের ওই কিশোরী প্রথম করোনা আক্রান্ত হন এবং শুক্রবার পূর্ব পাগলার চিকারকান্দি গ্রামের ২৩ বছরের আরও এক যুবক করোনা আক্রান্ত হন। এ নিয়ে ওই উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪ জন।

মোসাইদ রাহাত/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।