বগুড়ায় কবি-সাহিত্যিকদের মিলনমেলা শুরু


প্রকাশিত: ০১:৩৫ পিএম, ১৬ অক্টোবর ২০১৫

উত্তরাঞ্চলের প্রাণ কেন্দ্র বগুড়ায় শতাধিক কবির মিলনমেলার মধ্য দিয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপি কবি সম্মেলন। শুক্রবার বিকেলে বগুড়া লেখক চক্রের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত কবি সম্মেলন উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন।

শহরের উডবার্ন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে কবি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমি ও একুশে পদকপ্রাপ্ত কবি মুহম্মদ নূরুল হুদা।

এ উপলক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অ্যাড. পলাশ খন্দকার। জান্নাতুল ফেরদৌস তৃষার উপস্থাপনায় উদ্বোধনী কবিতা পাঠ করেন কবি শোয়েব শাহরিয়ার। শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি বজলুল করিম বাহার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না। এর আগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সম্মেলনে স্বরচিত কবিতা পাঠ করেন ওয়ালী কিরণ, শামীম হোসেন, আলমগীর  মালেক, সুজন হাজারী, আসলাম সানী, কাদের বাবু, যাকির সাইদ, আনিফ রুবেদ, অদ্বিত্ব শাপলা, মামুন মোস্তফা, তিথি আফরোজ, সায়মা হাবীব, সানাউল্লাহ সাগর, জুয়েল মোস্তাফিজ, মামুন খান।

এর আগে সম্মেলনে সংগঠনের মুখপত্র `ঈক্ষণ`র মোড়ক উন্মোচন করা হয়। কবি-সাহিত্যিকরা শনিবার ঐতিহাসিক মহাস্থান গড় পরিদর্শনে যাবেন। সেখানে তাদের কবি আড্ডায় মিলিত হবার কথা রয়েছে।

লিমন বাসার/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।