জেলায় যাত্রী প্রবেশ ঠেকাতে ওয়াচ টাওয়ার বসালো পুলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৮:১৭ পিএম, ২৭ এপ্রিল ২০২০

পুলিশের চোখ ফাঁকি দিয়ে কোনো যানবাহন যেন ঢাকা বা গাজীপুরসহ অন্য জেলা থেকে যাত্রী নিয়ে নাটোরে প্রবেশ করতে না পারে সেটা পর্যবেক্ষণে ওয়াচ টাওয়ার নির্মাণ করেছে জেলা পুলিশ।

সোমবার বিকেলে নাটোরের কাছিকাটা টোলপ্লাজার কাছে পুলিশ সুপার লিটন কুমার সাহা আনুষ্ঠানিকভাবে এই ওয়াচ টাওয়ারের উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

Natore-Police

উদ্বোধন শেষে পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, করোনাভাইরাস সংক্রমণ বিস্তার রোধে কোনো ব্যক্তি যেন ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর কিংবা অন্য জেলা থেকে পণ্যবাহী ট্রাক কিংবা যানবাহনে নাটোর জেলায় প্রবেশ করতে না পারে সেজন্য নাটোর জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। চেকপোস্ট বসিয়েও তল্লাশি কার্যক্রম চলছে। ওয়াচ টাওয়ার নির্মাণের ফলে পুলিশ অনেক দূর থেকে যানবাহনের গতিবিধি পর্যবেক্ষণ এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় অন্যান্যের মধ্যে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেন, বড়াইগ্রাম সার্কেলের এএসপি হারুন অর রশিদ, এএসপি হেডকোয়ার্টার মীর আসাদুজ্জামানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রেজাউল করিম রেজা/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।