ছেলে-পুত্রবধূর কোপে বৃদ্ধা মায়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ২৭ এপ্রিল ২০২০

রংপুরের তারাগঞ্জ উপজেলার কলেজপাড়া এলাকায় ছেলে ও পুত্রবধূর ধারালো অস্ত্রের কোপে মারা গেছেন বৃদ্ধা মা নুরবানু।

সোমবার দুপুরে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় ছেলে নুরজামাল ও তার স্ত্রী তাসলিমাকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির চলাচলের রাস্তার একটি গাছ কাটাকে কেন্দ্র করে নুরজামাল ও তার স্ত্রী তাসলিমার সঙ্গে ঝগড়া হয় নুরবানুর। এরই জেরে গত শনিবার স্বামী-স্ত্রী নুরবানুর ঘরে ঢুকে আসবাবপত্রসহ অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করতে থাকেন। একপর্যায়ে নুরবানুকে কুপিয়ে জখম করে সটকে পড়েন ছেলে ও পুত্রবধূ। পরে বাড়ির অন্য সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেদিন থেকে সেখানে চিকিৎসাধীন ছিলেন নুরবানু। সোমবার দুপুরে তিনি মারা যান।

তারাগঞ্জ থানা পুলিশের ওসি জিন্নাত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত ছেলে ও পুত্রবধূকে গ্রেফতার করা হয়েছে।

জিতু কবীর/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।