সাভারে মাল্টিপারপাস ব্যবসায়ীর বাড়ি ঘেরাও


প্রকাশিত: ১০:২৯ এএম, ১৬ অক্টোবর ২০১৫

জমাকৃত অর্থ ফেরত প্রদানের দাবিতে সাভারে মাল্টিপারপাস ব্যবসায়ীর বাড়ি ঘেরাও করেছে  গ্রাহকরা। শুক্রবার দুপুরে পৌরসভার জামসিং এলাকার মাল্টিপারপাস ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনের বাড়ি ঘেরাও করে ক্ষুব্ধ গ্রাহকরা।
 
জাহাঙ্গীর হোসেন নামের ওই ব্যবসায়ী রাজধানীর ফার্মগেট এলাকার একতা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির স্বত্বাধিকারী।

বাড়ি ঘেরাও করার পর গ্রাহকরা জানায়, ফার্মগেট এলাকার ওই প্রতিষ্ঠানটি কয়েক বছর ধরে শত শত গ্রাহকের কাছ থেকে সঞ্চয়ের টাকা জমা নিয়েছে। তবে বেশ কিছুদিন ধরে প্রতিষ্ঠানটির কার্যালয় তালাবদ্ধ পাওয়া যাচ্ছে। গ্রাহকদের কেউ কেউ প্রতিষ্ঠানটির কর্ণধার জাহাঙ্গীর হোসেনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি গা ঢাকা দেন ।

এ অবস্থায় প্রতিষ্ঠানটির কর্মীদের দেয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুর থেকে সাভার পৌরসভার জামসিং মহল্লার জাহাঙ্গীর হোসেনের ৪ তলা বাড়িটি ঘেরাও করে গ্রাহকরা। তবে এসময় ওই বাড়িতে জাহাঙ্গীর হোসেনকে দেখা যায়নি। তার পরিবারের সদস্যরাও তার বিষয়ে কোনো তথ্য দিতে রাজি হননি।

এদিকে, জমাকৃত অর্থ ফেরত না দেয়া পর্যন্ত বাড়িটি অবরুদ্ধ করে রাখার ঘোষণা দিয়েছে ক্ষুব্ধ গ্রাহকরা।
 
আল-মামুন/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।