শীতলক্ষ্যা থেকে নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০৬:৫৫ এএম, ১৬ অক্টোবর ২০১৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গঙ্গানগড় এলাকার শীতলক্ষ্যা নদী থেকে এক সেতু নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ওই নির্মাণ শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়। সেলিম মিয়া গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার রতনপুর গ্রামের মোজাম্মেল হক ছফু মিয়ার ছেলে বলে জানিয়েছেন পুলিশ।

রূপগঞ্জ থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত/ওসি) এবিএম মেহেদী মাসুদ জাগো নিউজকে জানান, সেলিম মিয়া গঙ্গানগড়-ইছাখালী শীতলক্ষ্যা সেতু নির্মাণ কাজের শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন। গত বৃহস্পতিবার বিকেলে সেতু নির্মাণ কাজের সময় শ্রমিক সেলিম মিয়া শীতলক্ষ্যা নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন। শুক্রবার সকালে সেলিম মিয়ার মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ তার মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহ নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মীর আব্দুল আলীম/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।