নেতাকর্মীদের নিয়ে ধান কাটলেন কৃষকলীগের সাধারণ সম্পাদক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৫:৪৫ এএম, ২৫ এপ্রিল ২০২০

কৃষকের ধান কাটা মাড়াই করলেন বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক ও পলাশবাড়ী-সাদুল্ল্যাপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে কৃষকলীগের গোবিন্দগঞ্জ শাখার উদ্যোগে পৌরসভার চাষকপাড়ায় কৃষকদের সঙ্গে নিজেও ধান কাটা মাড়াইয়ে অংশ নিয়ে এর উদ্বোধন করেন তিনি। এসময় কৃষকলীগের ৫০ জন নেতাকর্মী নিয়ে নিজেও ধান কাটতে মাঠে নেমে পড়েন তিনি।

এসময় তিনি বলেন, আমরা কৃষকলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠন মাঠে কাজ করার উদ্যোগ নিয়েছি। করোনার কারণে সারাবিশ্বে আতঙ্ক দেখা দিয়েছে। সেই আতঙ্ক থেকে ধান কাটা মাড়াইয়ে যাতে শ্রমিক সংকট না হয় এজন্য আমরা মাঠে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি ।

এসময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান, গাইবান্ধা জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক দেপক পাল, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামারদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শরিফুল ইসলাম রতন, গোবিন্দগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মুকু, সাধারণ সম্পাদক গাইবান্ধা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খন্দকার জাহাঙ্গীর আলমসহ কৃষকলীগের নেতৃবৃন্দ।

জাহিদ খন্দকার/এমএএস/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।