রামপালে বিদ্যুৎকেন্দ্র হলে সুন্দরবন ধ্বংস হবে


প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ১৫ অক্টোবর ২০১৫

রামপাল বিদ্যুৎকেন্দ্রসহ পরিবেশ ধ্বংসকারী সকল অপতৎপরতা রুখে দিতে সিপিবি ও বাসদ যৌথভাবে সুন্দরবন রক্ষা অভিযাত্রা শুরু করেছে। এ অভিযাত্রা বৃহস্পতিবার সন্ধ্যায় যশোরে এসে পৌঁছায়। পরে শহরের চিত্রামোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হলে সুন্দরবন ধ্বংস হবে। জীববৈচিত্র্যও ধ্বংস হয়ে যাবে। ঝড়ঝঞ্ঝার কবলে ধ্বংস হবে জনবসতি। কয়লাভিত্তিক ছোট বিদ্যুৎকেন্দ্রে যেখানে ইউনিট প্রতি চার টাকা খরচ হতো সেখানে রামপাল বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুৎ আট টাকা ৮৫ পয়সা দরে কোম্পানির কাছে বিক্রি হবে।

সরকার রেন্টাল, কুইক রেন্টাল করে ২৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। অথচ ওই টাকায় বিদ্যুৎ প্লান্ট, সৌর ও বায়ু দিয়ে বিদ্যুৎ উৎপাদনের কাজ এগিয়ে নিয়ে যাওয়া যেতো।

সিপিবি যশোর জেলা সভাপতি আবুল হোসেনের সভাপতিতে পথসভায় বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান খান, বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবির প্রেসিডিয়াম সদস্য লক্ষ্মী চক্রবর্তী, বাসদের কেন্দ্রীয় সদস্য বজলুর রশীদ ফিরোজ, সিপিবির রুহিন হোসেন প্রিন্স, আবদুল্লাহ আল কাফি রতন, বাসদের রাজেকুজ্জামান রতন, জয়নাল আবেদিন মুকুল, অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ, প্রকৌশলী সম্পা বসু, শফিউর রহমান, সন্তোষ হালদার প্রমুখ।

মিলন রহমান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।