রংপুর বিভাগে ব্যাংক কর্মকর্তাসহ নতুন করোনা আক্রান্ত ৭
রংপুরের ৩ জেলায় নতুন করে ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুরের সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আক্রান্তরা হলেন রংপুর মহানগরীর কারমাইকেল কলেজ এলাকার একজন (নারী), মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসের একজন (নারী), সিওবাজার কেল্লাবন্দ এলাকার একজন (নারী), মিঠাপুকুর উপজেলার এক শিশু ও পীরগঞ্জ উপজেলার এক পরিবহন শ্রমিক (পুরুষ), কুড়িগ্রামের রৌমারী উপজেলার একজন (পুরুষ) এবং পঞ্চগড়ের বোদা উপজেলার একজন (পুরুষ)।
এ নিয়ে রংপুর বিভাগে মোট করোনা আক্রান্ত বেড়ে ৭১ জনে দাঁড়াল। আক্রান্তদের মধ্যে গাইবান্ধায় ১৫, দিনাজপুরে ১৩, নীলফামারীতে ১০, ঠাকুরগাঁওয়ে ৮, রংপুরে ১৫, লালমনিরহাটে ২, কুড়িগ্রামে ৫ এবং পঞ্চগড়ে ৩ জন রয়েছেন। এর মধ্যে বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আক্রান্ত বাকি ৭ জন চিকিৎসাধীন।
এদিকে সোনালী ব্যাংক রংপুর প্রধান শাখার ডিজিএম আব্দুল বারেক চৌধুরী জানিয়েছেন, প্রথমদিন বাজার শাখার তিনজনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে একজনের করোনা শনাক্ত হয়েছে। বাকিদের ফলাফল এখনও জানা যায়নি।
জিতু কবীর/এফএ/পিআর