মানিকগঞ্জে ঝড়ে স্কুলছাত্রীর মৃত্যু, দুইজন আহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৭:২৯ পিএম, ২৩ এপ্রিল ২০২০
ফাইল ছবি

মানিকগঞ্জের দৌলতপুরে কালবৈশাখী ঝড়ের সময় গাছচাপায় শারমিন আক্তার (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন কিশোরীর বাবা আবু হানিফ ও কাইয়ুম নামের এক প্রতিবেশী। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শারমিন উপজেলার কলিয়া ইউনিয়নের বেকুউয়াইল গ্রামের আবু হানিফের মেয়ে। সে জগতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

কলিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য মো. আইনুদ্দিন জানান, ঝড়ের সময় ওই কিশোরী ও তার বাবা এবং এক প্রতিবেশী বাড়ির ওঠানে ছিল। এসময় হঠাৎ একটি নারিকেল গাছ তাদের ওপর ভেঙে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই শারমিনের মৃত্যু হয়। অন্যরা আহত হন।

দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম গাছ চাপায় কিশোরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার বিকেলে জেলার দৌলতপুর, সাটুরিয়া এবং সদর উপজেলার বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়সহ শিলাবৃষ্টি হয়। ঝড়ে গাছপালা এবং কাঁচা ঘর-বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বি.এম খোরশেদ/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।