আকাশ যুদ্ধ সম্পর্কে আধুনিক ধারণা থাকতে হবে অফিসারদের


প্রকাশিত: ১১:১০ এএম, ১৫ অক্টোবর ২০১৫

পরিবর্তনশীল প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য বিমান বাহিনীর অফিসারদের আকাশ যুদ্ধ সম্পর্কে আধুনিক ধারণা থাকতে হবে। আর এ জন্য শিক্ষার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ভাইস চ্যান্সেলর মেজর জেনারেল শেখ মামুন খালেদ।  

বৃহস্পতিবার যশোরস্থ বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি থেকে উত্তীর্ণ পাইলট অফিসারদের মাঝে সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

সকালে বাংলাদেশ বিমান বাহিনীর যশোরস্থ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটির একাডেমি ট্রেনিং উইং অডিটোরিয়ামে এ সনদ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৬৮ ও ৬৯তম কোর্স থেকে উত্তীর্ণ মোট ৫০ জন পাইলট অফিসারের হাতে সনদ তুলে দেয়া হয়। এবার ৬৮তম কোর্স থেকে পাইলট অফিসার নেওয়াজ মোহাম্মদ শরীফ এবং ৬৯তম কোর্স থেকে পাইলট অফিসার মো. মমিনুর রশিদ ভূইয়া শিক্ষা বিষয়ে সেরা কৃতিত্ব দেখিয়ে ওসমানী স্বর্ণপদক লাভ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির কমান্ড্যান্ট এম. নজরুল ইসলাম ছাড়াও পদস্থ কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

মিলন রহমান/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।