বাণিজ্যিক কারণে ভারতে বাংলাদেশি চ্যানেল বন্ধ


প্রকাশিত: ১০:৩৮ এএম, ১৫ অক্টোবর ২০১৫

সরকারিভাবে কোনো বাধা নেই, শুধুমাত্র বাণিজ্যিক কারণেই বাংলাদেশের টিভি চ্যানেলগুলো ভারতে প্রচার হয় না। চ্যানেলগুলো প্রচার করতে হলে অপারেটরদের টাকা দিতে হবে। ভারতীয় হাই কমিশনের ফাস্ট সেক্রেটারি সিদ্ধার্থ চট্টোপাধ্যায় বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।

প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আনিসুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুবির রায়, রূপান্তরের নির্বাহী প্রধান স্বপন গুহ।

সিদ্ধার্থ চট্টোপাধ্যায় বলেন, আমি কর্ণাটকের একটি সাংষ্কৃতিক দল নিয়ে খুলনায় এসেছি। এই প্রতিনিধি দলটি শতাব্দীর প্রাচীন সংস্কৃতিকে তুলে ধরবে নাচ, গান ও নৃতনাট্যের মাধ্যমে।

বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা ক্লাবে এই দলটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে বলেও জানান তিনি। এক প্রশ্নের জবাবে সিদ্ধার্থ চট্টোপাধ্যায় বলেন, সম্প্রতি বাংলাদেশ থেকে একশ জনের একটি যুব প্রতিনিধি দল ভারত সফর করেছে। তারা ভারতের রাষ্ট্রপতিসহ বিভিন্ন গুণীজনদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

আলমগীর হান্নান/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।