নাটোরে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ১০:২৬ এএম, ১৫ অক্টোবর ২০১৫
প্রতীকী ছবি

নাটোরের বাগাড়িপাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বেড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু হলো, বাগাতিপাড়া উপজেলার চকগোয়াস গ্রামের মামুন হোসেনের মেয়ে পুষ্প খাতুন (১২) এবং হানিফ আলীর মেয়ে তৃপ্তি খাতুন (১১)।

পুষ্প বাগাতিপাড়া বালিক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী এবং তৃপ্তি গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। সম্পর্কে তারা মামাতো ফুপাতো বোন।
 
পুলিশ ও মৃতের স্বজনরা জানান, উপজেলার বেড়াবাড়িয়া গ্রামে তৃপ্তির ফুফাতো বোনের বাড়িতে বেড়াতে যায় তৃপ্তি এবং তার মামাতো বোন পুষ্প। পরে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তৃপ্তি এবং পুষ্প বাড়ির পার্শ্বে পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। এসময় পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে নেমে অজ্ঞান অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় কর্তব্যরত ডাক্তাররা তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবসিক চিকিৎসক ডা. আবুল হোসেন জাগো নিউজকে জানান, সাঁতার না জানার কারণে পানিতে ডুবেই তাদের মৃত্যু হয়েছে। এ বিষয়ে বাগাতিপাড়ার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান ঘটনার সতত্যা স্বীকার করে জাগো নিউজকে জানান, বিষয়টি দুঃখজনক ।

রেজাউল করিম রেজা/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।