জেএসসির ১৬ শতাধিক সনদপত্রের হদিস নেই
কুমিল্লা বোর্ডের জেএসসি পরীক্ষায় ২১টি বিদ্যালয় থেকে উত্তীর্ণ ১৬ শতাধিক শিক্ষার্থীর মূল সনদপত্র বোর্ড থেকে কেন্দ্রে নিয়ে যাওয়ার পথে হারিয়ে যাওয়ার ৩দিন পরও হদিস মিলছে না। হারিয়ে যাওয়া এ সকল সনদপত্র ফিরে পেতে কেন্দ্রের পক্ষ থেকে চাঁদপুর ও লক্ষ্মীপুরের ৩ উপজেলাব্যাপি লিফলেট বিতরণসহ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (সনদ) মো. বাহাদুর হোসেন জাগো নিউজকে সনদপত্র হারিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, কুমিল্লা বোর্ডের অধীন ২০১৪ সালে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় লক্ষ্মীপুর জেলার রায়পুর এল এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২১টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা জেএসসি পরীক্ষা দেয়। ওই কেন্দ্র থেকে উত্তীর্ণ হওয়া পরীক্ষার্থীদের নামে বোর্ড থেকে ইস্যুকৃত ১ হাজার ৬১৬ মূল সনদপত্র কুমিল্লা থেকে লক্ষ্মীপুর জেলার রায়পুর কেন্দ্রে নিয়ে যাওয়ার পথে গত সোমবার উধাও হয়।
বৃহস্পতিবার দুপুরে উক্ত সনদগুলো হারিয়ে যাওয়ার বিষয়টি বোর্ড কর্তৃপক্ষ সাংবাদিকদের নিশ্চিত করেন। এ বিষয়ে মুঠোফোনে ওই কেন্দ্রের সচিব আবুল কালাম জানান, গত সোমবার বিকালে একটি পিকআপ ভ্যানযোগে উক্ত সনদ ও জেএসসির অন্যান্য কাগজপত্র নিয়ে বোর্ড থেকে চাঁদপুর জেলার হাজীগঞ্জ সড়ক হয়ে লক্ষ্মীপুরের রায়পুর যাওয়ার সময় পিকআপ ভ্যান থেকে সনদপত্রগুলো হারিয়ে যায়। এ ঘটনার পর সনদপত্র ফিরে পেতে রায়পুর, রামগঞ্জ ও হাজীগঞ্জ এলাকায় লিফলেট বিতরণসহ রায়পুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (সনদ) মো. বাহাদুর হোসেন জানান, কেন্দ্র সচিব মুঠোফোনে সনদপত্র হারিয়ে যাওয়ার বিষয়ে বোর্ডকে অবহিত করেছেন। এ বিষয়ে লিখিতভাবে অবহিত করার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরো জানান, পুনরায় ফি-প্রদান সাপেক্ষে দ্বি-নকল সনদ দেয়ার বিধান রয়েছে। তাই হারিয়ে যাওয়া সনদ নিয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।
কামাল উদ্দিন/এসএস/পিআর