জয়পুরহাটে দুই কিশোরকে স্বজনদের কাছে হস্তান্তর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৯:৫৭ এএম, ১৫ অক্টোবর ২০১৫

ভালো চাকরির প্রলোভন দিয়ে দালালের মাধ্যমে নৌপথে মালয়েশিয়া পাড়ি জমানো জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দুই কিশোরকে রেড ক্রিসেন্টের মাধ্যমে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ে হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সাগরভাসী দুই কিশোররা হলো, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার সমন্তাহার গ্রামের আব্দুল মজিদের ছেলে মোতালেব হোসেন (১৭) ও একই গ্রামের নজিমুদ্দিনের ছেলে নাহিদ ইসলাম (১৭)।

কিশোরদের আনুষ্ঠানিকভাবে স্বজনদের হাতে তুলে দেন স্থানীয় রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক কে এম শহিদ ইকবাল সদু এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যুব ও সেচ্ছাসেবক বিভাগের আর সি ওয়াই মো. মাজারুল ইসলাম শাওন। এ সময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক, রেড ক্রিসেন্টের নেতৃবৃন্দ।

ভুক্তভোগী কিশোর মোতালেব ও নাহিদ জানান, ২০১৪ সালের ২৩ এপ্রিল একই গ্রামের দালাল বাহাজ্জুল ইসলাম ভালো চাকরির প্রলোভন দিয়ে সাড়ে তিন লাখ টাকার বিনিময়ে নৌ-পথে মালয়েশিয়া নিয়ে যাওয়ার পথে মিয়ানমারের নৌ-বাহিনী তাদের আটক করে।

পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের গত ১২ অক্টোবর দেশে ফেরত পাঠানো হয়।

রাশেদুজ্জামান/এআরএ/আরআইপি

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।