টেকনাফে তালিকাভুক্ত মানবপাচারকারী গ্রেফতার


প্রকাশিত: ০৯:৫২ এএম, ১৫ অক্টোবর ২০১৫

কক্সবাজারের টেকনাফে তালিকাভুক্ত এক মানবপাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম অলি আহমদ (৫০)। তিনি বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার মৃত বদিউজ্জামান ফকিরের ছেলে।

ওসি মো. আতাউর রহমান খোন্দকার জাগো নিউজকে জানান, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানবপাচার বিরোধী অভিযান শুরুর পর থেকে গ্রেফতার অলি আহমদ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সম্প্রতি এলাকায় ফিরেছেন এমন খবরে অভিযান চালিয়ে তাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। মানবপাচারে জড়িত থাকার অভিযোগে অলির বিরুদ্ধে টেকনাফ থানায় একটি মামলা রয়েছে। ওই মামলায় তিনি পলাতক ছিলেন।

এছাড়া মানবপাচারে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। ওসি আতাউর রহমান জাগো নিউজকে জানান, গ্রেফতার অলির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সায়ীদ আলমগীর/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।