গভীর রাতে ৫০০ পরিবারের মাঝে তথ্য প্রতিমন্ত্রীর ত্রাণ বিতরণ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:১৫ এএম, ২১ এপ্রিল ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রকোপে সারা দেশের ন্যায় জামালপুরের সরিষাবাড়ীতেও দিনমজুর, ভ্যানচালক, চা বিক্রেতাসহ নিম্নআয়ের মানুষেরা কর্মহীন হয়ে পড়েছেন। ঘরে বসে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। এসব মানুষের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

তবে লোকসমাগম নয়, গভীর রাতে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করেছেন তিনি। সোমবার (২০ এপ্রিল) গভীর রাতে উপজেলা প্রশাসনের সহযোগিতায় পাঁচ শতাধিক দিনমজুর, ভ্যানচালক, চা বিক্রেতা, মালিসহ নিম্নআয়ের মানুষের মাঝে চাল, ডাল, তেল, আলুসহ হাত ধোয়ার সাবান বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিহাব উদ্দিন আহমদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুর রহমান এবং ইউপি চেয়ারম্যান।

এফএইচএস/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।