রূপগঞ্জে নির্বাহী ম্যাজিস্ট্রেট করোনায় আক্রান্ত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৯:০৮ এএম, ২০ এপ্রিল ২০২০

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার। তার করোনা পজিটিভ হওয়ায় উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতাজ বেগম, সহকারী কমিশনার ভূমি আফিফা খানসহ উপজেলার কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতাজ বেগম এ তথ্য নিশ্চিত করেন।

উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী ফারজানা আক্তারকে রূপগঞ্জ ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করতে পাঠানো হয়। যোগদানের পর থেকে তিনি উপজেলা চেয়ারম্যান, ইউএনও, সহকারী কমিশনার ভূমি, উপজেলার কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে সমন্বয় করে মাঠে কাজ করে যাচ্ছিলেন। গত এক সপ্তাহ আগে থেকে তিনি জ্বর, ঠান্ডা ও কাশিতে ভুগছিলেন। পরে তার নমুনা পরীক্ষা করা হলে ফলাফল করোনা পজিটিভ আসে।

ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট করোনায় আক্রান্ত হওয়ায় উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া, ইউএনও মমতাজ বেগম, উপজেলার কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। করোনা আক্রান্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তারকে উপজেলা পরিষদের ডাক বাংলোতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

তবে উপজেলার কর্মকর্তা-কর্মচারীরা পরিবারসহ হোম কোয়ারেন্টাইনে থাকলেও মোবাইল ফোনের মাধ্যমে উপজেলার যাবতীয় কার্যক্রম সম্পন্ন করবেন। এছাড়া উপজেলার কর্মচারীদের তিনটি গ্রুপে ভাগ হয়ে বাড়িতে থেকেই কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতাজ বেগম বলেন, ‘মানুষকে বুঝিয়েও ঘরে রাখা যাচ্ছে না। এখনো হাঁটবাজারগুলোতে ভিড় লেগেই আছে। মানুষ লকডাউন না মেনে এখনও বাইরে ঘোরাফেরা করছেন। আইনশৃঙ্ঘলা বাহিনী ও প্রশাসন মানুষকে ঘরে রাখতে দিনরাত কাজ করে যাচ্ছে। আমরা কোয়ারেন্টাইনে থেকেই প্রয়োজনীয় কাজ করে যাব।’

মীর আব্দুল আলীম/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।