এবার আমির হোসেনের ১০ মণ টমেটো কিনলেন ইউএনও

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৯:০৭ পিএম, ১৭ এপ্রিল ২০২০

সম্প্রতি গাইবান্ধার সবজি চাষিদের হতাশা নিয়ে ভিডিওসহ একটি প্রতিবেদন প্রকাশ হয় দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজে। পরে বিষয়টি নজরে আসে উপজেলা প্রশাসনের।

শুক্রবার (১৭ এপ্রিল) সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর ও উপজেলা প্রকৌশলী ছবিউল ইসলাম সেই কৃষকের বাড়ি গিয়ে তার কাছ থেকে ১০ মণ টমেটো কিনে নেন। পরে ক্রয়কৃত টমেটোগুলো প্যাকেট করে নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরণ করেন।

সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর জানান, আমির হোসেনের মতো কৃষকদের পাশে আছে সরকার। প্রয়োজনে কৃষকদের সবজি ট্রাকে করে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হবে।

এর আগে (১৫ এপ্রিল) বুধবার রিটেইল চেইন শপ স্বপ্ন’র প্রতিনিধি ওই কৃষকের সঙ্গে যোগোযোগ করে তার সব টমেটো কিনে নেন। এছাড়াও অন্যান্য প্রতিষ্ঠানও আমির হোসেনের কাছ থেকে সবজি কেনার আগ্রহ প্রকাশ করেন।

উল্লেখ্য, গাইবান্ধার সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের কৃষক আমির হোসেন। মাত্র ৫ শতাংশ জমি থেকে আজ তিনি কোটি টাকার সম্পদের মালিক। একটি জমিতে চারটি ফসল ফলিয়ে পেয়েছেন বঙ্গবন্ধু কৃষি পদক। গাইবান্ধায় আদর্শ চাষি হিসেবে বেশ সুনাম রয়েছে তার।

জাহিদ খন্দকার/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।