জাপানি নাগরিক হত্যা : আরো ৫ দিনের রিমান্ডে হীরা


প্রকাশিত: ১০:২০ পিএম, ১৪ অক্টোবর ২০১৫

রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় গ্রেফতার হুমায়ুন কবির হীরার আরো পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার সন্ধ্যায় কাউনিয়া আমলি আদালতের বিচারক আবু তালেব এ রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও হত্যা মামলার বাদী রেজাউল করিম জাগো নিউজকে জানান, এর আগে ১০ দিন রিমান্ডে নিয়ে হীরাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ১০ দিনের রিমান্ড শেষে বুধবার সন্ধ্যায় আবারো পাঁচ দিনের রিমান্ড আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন।

প্রসঙ্গত, ঘটনার দিন গত ৩ অক্টোবর বিএনপি নেতা রাশেদ-উন-নবী খান বিপ্লব ও নিহত কুনিও হোশির ব্যবসায়িক অংশীদার হুমাযুন কবীর হীরাকে আটক করে পুলিশ।

পরে ৫ অক্টোবর সোমবার বিকেলে তাদের আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করলে আদালত তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে, ১০ দিনের রিমান্ড শেষ না হতেই ১০ অক্টোবর শনিবার বিপ্লবের রিমান্ড বাতিল করে তাকে কারাগারে পাঠানো হয়।

জিতু কবীর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।