যশোরে ভৈরবের বাঁধ উচ্ছেদ শুরু


প্রকাশিত: ০২:৫৬ পিএম, ১৪ অক্টোবর ২০১৫

যশোরে ভৈরব নদ থেকে অবৈধ বাঁধ উচ্ছেদ শুরু হয়েছে। বুধবার দুপুরে শহরের পূর্বপ্রান্ত ঝুমঝুমপুর এলাকা থেকে এ কার্যক্রম শুরু হয়। এদিন তিনটি বাঁধ উচ্ছেদ হয়। তবে বাঁধ উচ্ছেদকালে দখলদারদের কাউকে পাওয়া যায়নি।

এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফুর রহমান। এসময় তার সঙ্গে সহকারী ভূমি কর্মকর্তা তামিনুল ইসলাম ও কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলী আকবরের নেতৃত্বে পুলিশ সদস্যরা ছিলেন।

জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর জাগো নিউজকে জানান, জেলার সব নদী ও উন্মুক্ত জলাশয় থেকে সব ধরনের প্রতিবন্ধকতা উচ্ছেদের নির্দেশ দেয়া হয়েছে। যশোর শহর ও শহরতলীর ভৈরব নদের বাঁধ উচ্ছেদের মধ্য দিয়ে এ অভিযান শুরু হলো। সব বাঁধ উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, যশোর শহর ও শহরতলীতে সরকারি দলের প্রভাবশালী ব্যক্তিরা ভৈরব নদের অংশ বিশেষ দখল করে বাঁধ দিয়ে মাছ চাষ করছে।

মিলন রহমান/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।