বরিশালে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা


প্রকাশিত: ০২:৪৯ পিএম, ১৪ অক্টোবর ২০১৫

বরিশাল নগরীর সাগরদী এবং কালিজিরা বাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ রাখার দায়ে ৮ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১৪ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় পাঁচ কেজি পলিথিন জব্দ করা হয়।

বুধবার বিকেলে বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রউফ মিয়ার নেতৃত্বে পরিবেশ অধিদফতরের সহায়তায় এ অভিান চালানো হয়।

পরিবেশ অধিদফতরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুকুমার বিশ্বাস জাগো নিউজকে জানান, নিষিদ্ধ ঘোষিত পলিথিন রাখার দায়ে মেসার্স জালাল স্টোরের মালিক মো. জালালকে পাঁচ হাজার, আকবর খলিফা স্টোরের মালিক মো. আকবর খলিফাকে দুই হাজার, দিপু স্টোরের মালিক দিপু খানকে দুই হাজার, মেসার্স সাইফুল স্টোরের মালিক মো. আব্দুল রব হাওলাদারকে দুই হাজার, দেলোয়ার স্টোরের মালিক মো. দেলোয়ার হোসেনকে এক হাজার, নাহিদ স্টোরের মালিক মো. নাহিদকে এক হাজার, মেসার্স খান স্টোরের মালিক মো. আনিসুর রহমান খানকে এক হাজার এবং খাজা আজমিরী টি হাউজ স্টোরের মালিক কামাল তালুকদারকে ৫শ টাকা জরিমানা করা হয়।

এসময় তাদের কাছ থেকে পাঁচ কেজি পলিথিন জব্দ করা হয় বলে জানান, পরিচালক সুকুমার বিশ্বাস।

সাইফ আমীন/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।