শেরপুর লকডাউন ঘোষণা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৮:৫৬ এএম, ১৬ এপ্রিল ২০২০

৯ জন করোনা রোগী শনাক্তের পর বুধবার (১৫ এপ্রিল) রাত থেকে শেরপুর জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আনার কলি মাহবুব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত পাঁচটি উপজেলাসহ শেরপুর জেলা লকডাউন থাকবে।

এদিকে লকডাউন ঘোষণার পর জেলার প্রতিটি প্রবেশ দ্বারে নিরাপত্তা চৌকি বসানো হয়েছে। সরকারি বিধিনিষেধ কার্যকর করতে জেলা ও উপজেলা শহর, ইউনিয়ন ও প্রতিটি গ্রাম-জনপদে আরও বেশি সতর্ক থাকতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে। তবে জরুরি পরিষেবা লকডাউনের আওতামুক্ত থাকবে।

বেসামরিক প্রশাসন, সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ পুলিশসহ অন্যান্য আইন শৃঙ্খলাবাহিনী স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করবে।

আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।