ব্যবসায়ীর খাটের ভেতর টিসিবির ১২৩৮ লিটার তেল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০২:৫৯ এএম, ১৬ এপ্রিল ২০২০

রংপুরে এক ব্যবসায়ীর বাসায় বক্স খাটের ভেতর থেকে টিসিবির এক হাজার ২৩৮ লিটার সয়াবিন তেল জব্দ করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য এক লাখ ২৩ হাজার ৮০০ টাকা।

বুধবার রাত ১০টার দিকে নগরীর মধ্য পার্বতীপুর ১৭ নম্বর ওয়ার্ডের মো. হানিফ মিয়ার (৪৭) বাড়ি তল্লাশি করে এসব সয়াবিন তেল জব্দ করা হয়।

এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তারা হলেন- বাসার মালিক হানিফ মিয়া ও মালামাল সরবরাহকারী লাল মিয়া।

jagonews24

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) উত্তম প্রসাদ পাঠক।

রংপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের মধ্য পার্বতীপুর ঈদগামাঠ সংলগ্ন এলাকার একটি বাসায় অভিযান চালায় ডিবি পুলিশ। ওই বাসায় বক্স খাটের ভেতরে রাখা টিসিবির দুই লিটারের ২৫৯টি এবং পাঁচ লিটারের ১৪৪টি বোতল উদ্ধার করা হয়।

jagonews24

আটক ব্যক্তিরা অবৈধ লাভের জন্য বিক্রয়ের উদ্দেশ্যে টিসিবির ডিলারদের কাছ থেকে এসব পণ্য কম দামে ক্রয় করে মজুত করে রেখেছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।