বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে চেয়ারম্যানের মামার ১৭১ বস্তা চাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৩:৪১ পিএম, ১৫ এপ্রিল ২০২০

নাটোরের সিংড়া উপজেলায় ১০ টাকা কেজির ১৭১ বস্তা চালসহ ডিলার আসুদুজ্জামানকে আটক করেছে পুলিশ। সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের সাতপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন থেকে এসব চালের বস্তা উদ্ধার করা হয়।

ডিলার আরিফুল ইসলাম ইটালি ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের মামা। বুধবার দুপুরে এসব চালসহ ডিলারকে আটক করা হয়।

সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতপুকুড়িয়া উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে ১৭১ বস্তা চাল উদ্ধার করা হয়। এসব চাল ১০ টাকা কেজি করে বিক্রির জন্য উত্তোলন করেছিলেন ডিলার আসাদুজ্জামান। অসৎ উদ্দেশ্যে বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে চালগুলো মজুত করা হয়েছিল। কাগজপত্র যাচাই-বাছাই করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রেজাউল করিম রেজা/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।