না.গঞ্জ থানা থেকে পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি


প্রকাশিত: ১১:৫১ এএম, ১৪ অক্টোবর ২০১৫

নারায়ণগঞ্জ সদর মডেল থানা সীমানার ভেতর থেকে আবুল কালাম আজাদ নামে এক পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। তিনি গোয়েন্দা সংস্থা সিটি এসবিতে কর্মরত রয়েছেন।

মঙ্গলবার রাতে কোনো এক সময় মোটরসাইকেলটি চুরি হওয়ার পর বুধবার বিকেলে ঘটনাটি জানাজানি হয়। নারায়ণগঞ্জ সদর মডেল থানা সূত্রে জানা গেছে, গোয়েন্দা সংস্থা সিটি এসবি কর্মরত পুলিশ সদস্য আবুল কালাম আজাদ সারা দিন নিজের দায়িত্ব পালন শেষে প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে সদর মডেল থানার কম্পাউন্টারের ভিতর মোটরসাইকেল রেখে বাসায় চলে যায়। পরেরদিন বুধবার সকালে আবুল কালাম এসে দেখে তার ব্যবহৃত ডিসকভার মোটরসাইকেটি সেই স্থানে নেই। পরে বিষয়টি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবগত করা হয়।
 
সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলমাস আলী সরকার জাগো নিউজকে জানান, মোটরসাইকেল চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অপরাধীদের শণাক্ত করে আটক করার জন্য তাৎক্ষণিক অভিযান শুরু হয়েছে।

সদর মডেল থানার ওসি আব্দুল মালেক পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরির ঘটনা সত্যতা স্বীকার করে জাগো নিউজকে বলেন, অপরাধীদের ধরা চেষ্টা চলছে। আর যারা রাতে ডিউটি করেছেন তাদের কোনো অবহেলা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

মো.শাহাদাৎ হোসেন/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।