টিসিবির সাড়ে ৬ হাজার লিটার তেল লুকিয়েও রক্ষা হলো না ডিলারের
অন্যের গোডাউনে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ৬ হাজার ৪৮০ লিটার তেল মজুত করেও শেষ রক্ষা হলো না দুই ডিলারের।
সোমবার বিকেলে রংপুর নগরীর রবার্টসনগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকার এরফান হাসান সুমন নামে এক ব্যবসায়ীর গোডাউন থেকে মজুতকৃত এসব তেলের কার্টন উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সুমন ওই এলাকার নূর আলম নামে এক ব্যক্তির বাড়ি ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করছেন। তবে উদ্ধারকৃত তেল ওএমএস ডিলার হারুন অর রশিদের ছেলে রাজীব হাসান (৩৪) এবং নয়ন পারভেজের (৩৬) বলে জানিয়েছে পুলিশ। এরমধ্যে নয়ন পারভেজ টিসিবির তালিকাভুক্ত ডিলার।
মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) উত্তম প্রসাদ পাঠক জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার বিকেলে অভিযান চালিয়ে সুমনের ওই গোডাউন থেকে ৬ হাজার ৪৮০ লিটার টিসিবির তেল উদ্ধার করা হয়।
ওই এলাকার ওএমএস ডিলার হারুন অর রশিদের ছেলে নয়ন পারভেজ ও রাজীব হাসান ব্যবসায়ী সুমনের ভাড়াকৃত গোডাউনে তেল মজুত করে রেখেছিলেন।
অভিযানের খবর পেয়ে রাজীব ও নয়ন পালিয়ে যায়। তবে অবৈধভাবে গোডাউনে তেল রাখার কারণে এরফান হাসান সুমন ও ওএমএস ডিলার হারুন অর রশিদকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জিতু কবীর/এমএএস/এমএস