চকের গুঁড়া ও আটা দিয়ে ব্লিচিং পাউডার বানিয়ে বিক্রি করে তারা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ১১ এপ্রিল ২০২০

রংপুরে চকের গুঁড়া ও আটা দিয়ে ব্লিচিং পাউডার তৈরি করে বাজারে বিক্রি করার অভিযোগে ৩ প্রতারককে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

শনিবার বিকেলে নগরীর হাড়িপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তারা হলেন, জাহাঙ্গীর আলম, খোকন সাহা ও এ.আর গণি।

মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, বেশ কিছুদিন থেকে নগরীর হাড়িপট্টি এলাকায় আটা ও চকের গুঁড়া দিয়ে ব্লিচিং পাউডার বানিয়ে প্যাকেটে ভরে ৩০/৪০ টাকায় বিক্রি করে আসছিলেন ওই তিন প্রতারক। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে আটক করে।

তিনি আরও জানান, এ প্রতারণার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা দেয়া হবে।

জীতু কবির/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।