বিজিবিকে আশ্বস্ত করলো বিএসএফ


প্রকাশিত: ০৬:৫০ এএম, ১৪ অক্টোবর ২০১৫

বান্দরবানের রুমা উপজেলার সীমান্ত থেকে নিখোঁজ দুই পর্যটক ও এক গাইডকে উদ্ধারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সহায়তা চেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিরি বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল এসএম ওয়ালিউর রহমান জানান, নিঁখোজ দুই পর্যটকের বিষয়ে তথ্য চেয়ে বিএসএফ এর কাছে সহায়তা চেয়েছে বিজিবি। আর নিখোঁজ পর্যটকের বিষয়ে সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছে বিএসএফ এর কর্মকর্তারা।

এদিকে আরাকান লিবারেশেন পার্টির (এএলপি ) সদস্যরা ওই দুই পর্যটকসহ এক গাইডকে অস্ত্রের মুখে নিয়ে গেছে বলে ধারণা করছে স্থানীয় জনপ্রতিনিধিরা।

উল্লেখ্য, গত ৪ অক্টোবর রুমা উপজেলার সেপ্রুপাড়া থেকে নিঁখোজ হন দুই পর্যটক আবদুল্লাহ আল জুবায়ের ও জাকির হোসেন মুন্না এবং স্থানীয় গাইড মাংসাই ম্রো। পরে তাদের স্বজনদের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আরাকান লিবারেশেন পার্টি (এএলপি)।

সৈকত দাশ/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।