বাথরুমে লুকিয়ে রাখা হলো টিসিবির চিনির বস্তা ও ৩০ কার্টন তেল
‘চোরে না শোনে ধর্মের কাহিনি’ প্রবাদটি বাস্তবে রূপ নিচ্ছে করোনা দুর্যোগে। থেমে নেই চাল চোর ও অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য। একের পর এক বেরিয়ে আসছে কালোবাজারিদের নানা অপকর্ম।
এবার রংপুর মহানগরীর বোতলাপাড়া বৈশাখী ক্লাব মোড় এলাকায় অভিযান চালিয়ে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ন্যায্যমূল্যের বিভিন্ন মালামাল জব্দ করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় লুৎফুর রহমান নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়।
রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) উত্তম প্রসাদ পাঠক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর পৌনে ১টার দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় লুৎফর রহমান নামে এক ব্যবসায়ীর বাড়ির বাথরুমে লুকিয়ে রাখা টিসিবির ৫ লিটার ওজনের সাত কার্টন ও দুই লিটার ওজনের ২৩ কার্টন সয়াবিন তেল এবং ৫০ কেজি ওজনের দুই বস্তা চিনি উদ্ধার করা হয়। এ ঘটনায় লুৎফুর রহমানকে আটক করা হয়েছে।
উত্তম প্রসাদ পাঠক আরও বলেন, টিসিবি ডিলারদের কাছ থেকে এসব পণ্য কম দামে কিনে বাজারে বেশি দামে বিক্রি করে আসছিলেন লুৎফর রহমান। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এর আগে শুক্রবার বিকেলে নগরীর পশ্চিম খাসবাগ এলাকায় অভিযান চালিয়ে টিসিবির বিপুল পরিমাণ পণ্যসহ আব্দুল হালিম নামে এক ব্যবসায়ীকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জিতু কবীর/এএম/এমকেএইচ