ব্যবসায়ীর বাড়ি থেকে বিপুল পরিমাণ টিসিবির পণ্য উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ১০ এপ্রিল ২০২০

রংপুরে টিসিবির পণ্য অবৈধভাবে মজুত ও বিক্রির অভিযোগে আব্দুল হালিম (৬২) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

শুক্রবার বিকেলে নগরীর পশ্চিম খাসবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় ওই ব্যবসায়ীর বাড়ি থেকে ১০৮ কার্টন সয়াবিন তেল, ৫০ কেজি ওজনের ১৭ বস্তা চিনি, এক বস্তা ডাল ও ৩৭ কেজি খোলা সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ।

রংপুর মেট্রোপলিটন পুলিশের এডিসি (ডিবি) উত্তম প্রসাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে সেখান থেকে বিপুল পরিমাণ টিসিবির পণ্য উদ্ধার করা হয়। ওই ব্যবসায়ী আজমল এবং আনোয়ার নামে টিসিবির ডিলারের কাছ থেকে এ মালামালগুলো কিনে তা খুচরা বাজারে বিক্রি করছিলেন।

তিনি আরও বলেন, করোনা পরিস্থিতিতে সরকার ন্যায্যমূল্যে খাদ্য সমাগ্রী জনগণের হাতে পৌঁছে দিতে জেলায় জেলায় তেল, ডাল, চিনি বরাদ্দ করেছে। সেই বরাদ্দ করা পণ্য নিয়ে অসাধু উপায়ে কেউ যেন বাণিজ্য করতে না পারে সেই লক্ষে পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে।

জীতু কবির/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।