৬৫ বছর বয়সে দ্বিতীয় বিয়ের আবেদন


প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ১৩ অক্টোবর ২০১৫

প্রথম স্ত্রী সুস্থ থাকার পরেও ৬৫ বছর বয়সে দ্বিতীয় বিয়ের জন্য আবেদন করলেন রাজশাহীর পবা উপজেলার বালানগর গ্রামের বাসিন্দা আনসার আলী। আনসার আলী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক গাড়িচালক। তিনি বর্তমানে বাড়িতে রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত সেপ্টেম্বর মাসের শেষের দিকে আনসার আলী দ্বিতীয় বিয়ের জন্য ৯নং পারিলা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল বারীর কাছে লিখিত আবেদন করেন। লিখিত আবেদন পাওয়ার পর চেয়ারম্যান গত ২৯ সেপ্টেম্বর তার স্ত্রী শাহানাজ বেগমের কাছে নোটিশ পাঠান। নোটিশে তিনি আনসারের স্ত্রীকে গত ১ অক্টোবর পরিষদে সশরীরে উপস্থিত হয়ে এর জবাব দিতে বলেন।

কিন্তু শাহানাজ নির্ধারিত তারিখে জবাব না দেয়ায় চেয়ারম্যান আবার নোটিশ পাঠান। দ্বিতীয় নোটিশ পাওয়ার পরে শাহানাজ বিষয়টি সমাধানের জন্য নবদিগন্ত মহিলা উন্নয়ন সংস্থায় অভিযোগ করেন। পরে সংস্থা থেকে আনসার আলীর কাছে একটি নোটিশ পাঠায়। বিষয়টি নিয়ে আগামী বৃহস্পতিবার বসার কথা রয়েছে।

এ বিষয়ে আনসারের স্ত্রী শাহানাজ বেগম জানান, তার স্বামীর অনেক বয়স হওয়া এবং তিনি শারীরিকভাবে সুস্থ থাকার পরেও তার স্বামী দ্বিতীয় বিয়ের জন্য আবেদন করেছেন। এ বিষয়টি তিনি মানতে পারছেন না।

নবদিগন্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রাজিয়া সুলতানা জানান, অফিসে অভিযোগ পাওয়ার পরে তারা আনসার আলীর কাছে একটি লিখিত নোটিশ পাঠিয়েছেন। বৃহস্পতিবার বিষয়টি মীমাংসার কথা রয়েছে।

এ ব্যাপারে পারিলা ইউপির চেয়ারম্যান সাইফুল বারী জানান, আনসার দ্বিতীয় বিয়ের জন্য আবেদন করলে তারা তার স্ত্রীকে নোটিশ পাঠিয়েছেন। বসে বিষয়টি সমাধান করতে না পারলে তাদের আদালতে পাঠানো হবে।

শাহরিয়ার অনতু/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।