খাগড়াছড়িতে হামে আক্রান্ত আরও ১৪ শিশু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৪১ এএম, ০৯ এপ্রিল ২০২০

এক সপ্তাহের ব্যবধানে খাগড়াছড়ির দীঘিনালায় নতুন করে আরও ১৪ শিশু হাম রোগে আক্রান্ত হয়েছে। করোনাভাইরাসের মতো মহামারির ওপর হাম রোগ 'মরার ওপর খাড়ার ঘা' হয়ে দেখা দিয়েছে দীঘিনালার দুর্গম রথীচন্দ্র কার্বারী পাড়ায়।

বুধবার (৮ এপ্রিল) দীঘিনালার দুর্গম রথীচন্দ্র কার্বারী পাড়া থেকে নতুন করে হাম রোগে আক্রান্ত ১৪ শিশুকে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আক্রান্তদের বয়স ৬ থেকে ১৩ বছর বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তনয় তালকুদার জানান, হাম আক্রান্ত দীঘিনালার প্রায় ৭টি গ্রামে শনিবার থেকে হামের টিকাদান কার্যক্রম শুরু হবে। ৯ মাস বয়স থেকে ১৫ বছরের নিচে বাচ্চাদের এসব টিকা দেয়া হবে।

প্রসঙ্গত, এর আগে ২৯ মার্চ হাম রোগে আক্রান্ত হয়ে মারা যায় রথীচন্দ্র কার্বারী পাড়ার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধনিকা ত্রিপুরা।

মুজিবুর রহমান ভুইয়া/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।