স্বামীর ইটের আঘাতে প্রাণ গেল স্ত্রীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৯:০৮ পিএম, ০৮ এপ্রিল ২০২০
ফাইল ছবি

যশোরে স্বামীর ইটের আঘাতে আখিরন ওরফে আতিরন নেছা (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার চুড়ামনকাঠি মুন্সী বাগডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন। খবর পেয়ে স্থানীয় সাজিয়ালি ক্যাম্পের পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত আখিরন ওরফে আতিরন নেছা মুন্সী বাগডাঙ্গা গ্রামের জাকির আলী সরদার ওরফে শহর আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, বিকেলে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে স্বামী শহর আলী রাগের মাথায় ইট দিয়ে স্ত্রী আখিরন ওরফে আতিরন নেছার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি গ্রামে জানাজানি হলে স্বামী শহর আলী বাড়ি থেকে পালিয়ে যান।

এ ব্যাপারে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে সাজিয়ালি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মুন্সি আনিছুর রহমানকে ঘটনাস্থলে পাঠিয়ে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মিলন রহমান/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।