খুলনায় ঝুঁকিপূর্ণ ভবনে লাল সাইনবোর্ড


প্রকাশিত: ০৪:০৩ পিএম, ১৩ অক্টোবর ২০১৫

সরকারি নির্দেশনা মোতাবেক খুলনা সিটি কর্পোরেশন এলাকায় ঝুঁকিপূর্ণ ভবনসমূহে লাল রঙের সাইনবোর্ড স্থাপন কার্যক্রম মঙ্গলবার থেকে শুরু হয়েছে।

ভবনসমূহে বসবাসকারীদের সতর্ক করার লক্ষ্যে ‘‘ভবনটি ঝুঁকিপূর্ণ এবং এ ভবনে বসবাস করা নিরাপদ নয়’’ লেখা সম্বলিত সাইনবোর্ড স্থাপন করা হয়।  

সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান দুর্ঘটনা এড়াতে চিহ্নিত ভবনসমূহে ঝুঁকি নিয়ে বসবাস না করার জন্য বসবাসকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

আলমগীর হান্নান/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।