মানিকগঞ্জে জ্বর-শ্বাসকষ্টে একজনের মৃত্যু, ৩ বাড়ি লকডাউন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০২:১১ পিএম, ০৮ এপ্রিল ২০২০
ফাইল ছবি

মানিকগঞ্জের সাটুরিয়ায় জ্বর, কাশি ও শ্বাসকষ্টে অনোয়ার হোসেন বরকনদাজ (৬৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। আগে থেকে তার শ্বাসকষ্ট থাকলেও ৪/৫ দিন ধরে জ্বর-কাশিতে ভুগছিলেন। বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলার গোলড়া গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান।

এদিকে করেনাভাইরাসে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে কি-না তা নিশ্চিত হতে মৃত ব্যক্তির শরীরের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। এই নমুনা সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইসিডিআর) পাঠানো হবে।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় বাড়তি সতর্কতা হিসেবে আনোয়ার হোসেনের সংস্পর্শে আসা স্থানীয় এক পল্লী চিকিৎসকসহ তিন পরিবারকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং ওই তিন বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। প্রশাসনের ব্যবস্থাপনায় মৃত ব্যক্তির জানাজা এবং দাফন সম্পন্ন হয়েছে বলেও তিনি জানান।

বি.এম খোরশেদ/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।