গুলিবিদ্ধ দুই জেলেকে বরিশাল মেডিকেলে ভর্তি


প্রকাশিত: ১২:২৬ পিএম, ১৩ অক্টোবর ২০১৫

বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে আহত দুই জেলেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তাদের ভর্তি করা হয়।

গুলিবিদ্ধ জেলেরা হলো, ভান্ডারিয়ার জুনিয়া গ্রামের শাহআলম ও একই এলাকার ফয়সাল। একই সময় দস্যুদের হামলায় আহত কাইউম ও তার সঙ্গীকে কুয়াকাটায় প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

গুলিবিদ্ধ জেলে শাহআলম ও ফয়সাল জানান, নিষেধাজ্ঞা হওয়ার পর কয়েকদিন গভীর সমুদ্রে মাছ শিকার শেষে ট্রলার নিয়ে উপকূলের দিকে ফিরছিলেন। গত সোমবার বিকেল ৪টার দিকে কুয়াকাটা থেকে তিন ঘণ্টার দূরত্বে গভীর বঙ্গোপসাগরে একটি মাছ ধরা ট্রলার তাদের পাশে থামিয়ে আকস্মিক গুলি করতে থাকে। এতে তারা (জেলে শাহআলম ও ফয়সাল) গুলিবিদ্ধ হন। এ সময় তারা কাইউমকে পিটিয়ে আহত করে।
 
প্রায় আধা ঘণ্টা তান্ডব চালিয়ে জলদস্যুরা ট্রলারে থাকা মাছ ও জালসহ মূল্যবান মালামাল লুট এবং ট্রলারের মাঝি মুজাম্মেলকে অপহরণ করে। সকালে কুয়াকাটা উপকূলে পৌঁছার পর তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেলে পাঠানো হয়। অপরজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।

তারা আরো জানান, অপহৃত মুজাম্মেল মাঝি কলাপাড়ার মহিপুর এলাকার বাসিন্দা। আর ট্রলার মালিক মো. জামাল পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায়। ওই ট্রলারের ১২ জেলের বাড়িও ভান্ডারিয়ায়।
 
আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি থাকলে দিন-দুপুরে জলদস্যুদের এমন হামলায় শিকার হতো না বলে দাবি করেন ভুক্তভোগী জেলেরা।

সাইফ আমীন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।