মাদারীপুরে আরেকজন আইসোলেশনে, শিবচরে ঢোকার সব পথ বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৮:১৯ পিএম, ০৬ এপ্রিল ২০২০

মাদারীপুরের শিবচর উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়ায় আরেকজনকে আইসোলেশনে রাখা হয়েছে।

সোমবার (০৬ এপ্রিল) দুপুরে ওই ব্যক্তিকে আইসোলেশনে রাখা হয়। করোনায় আক্রান্ত হয়ে গত কয়েকদিন আগে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে ফিরে আসা তিনজনসহ মোট চারজনকে আইসোলেশনে রাখা হলো। গত ২৭ মার্চ করোনা আক্রান্ত তিনজনকে আইসোলেশন ওয়ার্ড থেকে ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এদের সংস্পর্শে আসা ৫০ জনকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে প্রশাসন।

এদিকে করোনা সংক্রমণ ঠেকাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিবচরে ঢোকার প্রতিটি পথ বন্ধ করে দেয়া হয়েছে। প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে শিবচর উপজেলায় ওষুধ, কাঁচামাল, মুদি দোকান বাদে সব কিছু বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, করোনা সংক্রমণ ঠেকাতে শিবচর উপজেলার ওষুধ, কাঁচামাল, মুদি দোকান বাদে সব কিছু বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে শিবচর উপজেলা প্রশাসন আয়োজিত এক জরুরি সভায় এ ঘোষণা দেয়া হয়।

মাদারীপুরের জেলা প্রশাসক (ডিসি) ওয়াহিদুল ইসলাম বলেন, করোনা ঝুঁকিতে শিবচরকে সর্বাধিক ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। করোনায় আক্রান্ত হয়ে গত কয়েকদিন আগে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে ফিরে আসা তিনজনসহ চারজনকে আইসোলেশনে রাখা হয়েছে। শিবচরে প্রবেশের প্রতিটি পথ বন্ধ করে দেয়া হয়েেেছ। করোনা সংক্রমণ ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে প্রশাসন।

এ কে এম নাসিরুল হক/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।